Ajker Patrika

বিভিন্ন অপরাধে একজনকে স্থায়ীসহ ১১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি

ঢাবি প্রতিনিধি
বিভিন্ন অপরাধে একজনকে স্থায়ীসহ ১১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক অবস্থানের কারণে ১০৯ জনকে দুই থেকে শুরু করে চার বছর পর্যন্ত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্তায় একজনকে স্থায়ী, অ্যালকোহল গ্রহণ করার তিনজনকে দুই বছর এবং চারুকলা অনুষদের এক কর্মচারীকে হত্যার হুমকি দেওয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি) সভায় এ সিদ্ধান্ত হয়।

সভাসূত্রে জানা যায়, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক অবস্থানের কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছর পর্যন্ত বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে সূর্যসেন হল এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়। অ্যালকোহল গ্রহণ করায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তিন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া, চারুকলা ইনস্টিটিউটের কর্মচারীকে হত্যার হুমকি দেওয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।’ 

সূত্র আরও জানায়, ‘গত বছরের ৩১ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে গত ৫ নভেম্বর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তারজন্য কারণ দর্শানোর নোটিশও দেয় প্রশাসন। এর আগে বিভিন্ন সময়ে নারী হেনস্তা, শিক্ষার্থী নির্যাতন ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতের অভিযোগ থাকায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি বোর্ড।’ 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘যাচাই বাছাই করে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত বিভিন্ন কলেজের মোট ১১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, তার মধ্যে জিম নাজমুল নামের এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ডিসিপ্লিনারি বোর্ডের এ সিদ্ধান্ত সুপারিশ হিসেবে সিন্ডিকেটে যাবে বলে উল্লেখ করেন প্রক্টর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত