Ajker Patrika

রাজধানীর ডেমরায় কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা, আটক স্বামী 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩৫
রাজধানীর ডেমরায় কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা, আটক স্বামী 

রাজধানীর ডেমরায় স্বামীর ওপর অভিমান করে আন্না আক্তার (২৫) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। 

মৃত গৃহবধূ আন্না আক্তার কুমিল্লার তিতাস থানার জগৎপুর ভাটিয়াপাড়া গ্রামে ইকবাল হোসেনের স্ত্রী। তাঁরা কোনাপাড়ার বদরুদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। তাঁদের ঘরে দুই ছেলে-মেয়ে রয়েছে। 

এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, ‘আমি পেশায় একজন রাজমিস্ত্রি। গতকাল রাতে কাজ শেষ করে বাসায় ফিরে দেখি আমার স্ত্রী অন্য বাসার ভাড়াটিয়ার সঙ্গে গল্প করছে। এ সময় আমার স্ত্রীকে দ্রুত খাবার খেতে দিতে বলি। কিন্তু সে খাবার দিতে দেরি করছিল। তাই একটু বকাবকি করেছি। এর কারণে আমার স্ত্রী অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরে থাকা কীটনাশক পান করে। এ সময় আমি দরজা ভেঙে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাত দেড়টার দিকে ওই নারীকে তাঁর স্বামী অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর স্বামী ইকবালকে আটক করে ডেমরা থানায় হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত