Ajker Patrika

প্রবেশপত্র ধার করে ভর্তি পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা, ধরা পড়ে যুবকের মুচলেকা

জবি প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৩, ১৬: ২৮
প্রবেশপত্র ধার করে ভর্তি পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা, ধরা পড়ে যুবকের মুচলেকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার সময় প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা সাইফুল্লাহ্ জাহান প্রিন্স (২০) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত ওই শিক্ষার্থী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর আগে অন্য একজন পরীক্ষার্থীর এডমিট নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রিন্স রাজশাহীর তানোর উপজেলার আশরাফুল ইসলামের ছেলে। তার প্রেমিকা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিল। 

প্রিন্স তাঁর রুমমেট সাবিদ ও রবিনকে নিয়ে কেন্দ্রের সামনে আসে। কেন্দ্রের সামনে থেকে তারা এক শিক্ষার্থীর থেকে দশ মিনিটের জন্য এডমিট কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। প্রেমিকার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করে।

প্রিন্স বলেন, মামার সঙ্গে পরীক্ষা দিতে আসায় বাইরে ওর (প্রেমিকা) সঙ্গে দেখা করতে পারিনি। তাই বাধ্য হয়ে একজনকে অনুরোধ করে তার এডমিট কার্ড ধার করে ভেতরে প্রবেশ করে দেখা করেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আবেগের বশবর্তী হয়ে ছেলেটা এ কাজ করেছে। সে এর জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে। লিখিত প্রতিশ্রুতি নিয়ে তাকে আমরা ছেড়ে দিয়েছি। ভবিষ্যতে সে আর এমন কাজ করবে না বলে জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত