Ajker Patrika

জমিসংক্রান্ত বিরোধের জেরে মামাকে খুন, ভাগনে গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ৪৭
জমিসংক্রান্ত বিরোধের জেরে মামাকে খুন, ভাগনে গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাগনের ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগনে মহসিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলা সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানার পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন। 

মহসিন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে। তিনি তাঁর মাকে নিয়ে দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে থাকতেন। অন্যদিকে নিহত আফজাল হোসেন রায়হান পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে জমিসংক্রান্ত বিরোধের জেরে মামা আফজাল হোসেন রায়হানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাগনে মহসিন মিয়া। গুরুতর আহত অবস্থায় রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক ভাগনে মহসিন পলাতক ছিলেন। 

এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে মহসিন মিয়াসহ দুজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত