Ajker Patrika

উত্তরখান থেকে ইয়াবাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরখান থেকে ইয়াবাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থেকে ইয়াবাসহ মো. আল আমিন ওরফে মিন্টু (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর সদরের ছোট দেওরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। উত্তরখানের মাউসাইদ এলাকা থেকে গতকাল সোমবার (৯ মে) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্ক্রু-ড্রাইভার জব্দ করা হয়।

উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘মাউসাইদ এলাকা থেকে ইয়াবা, ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ ও এই কাজে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি বলেন, ‘মিন্টু গাজীপুরের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় বাস ও ট্রেনে ছিনতাই করত। কেউ তাঁকে ছিনতাইয়ের সময় ধরে ফেললে ধারালো অস্ত্র ও স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করে পালিয়ে যেত।’

আব্দুল মজিদ জানান, মিন্টুর নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত