Ajker Patrika

স্ত্রী হত্যার দায়ে কিশোরগঞ্জে কারারক্ষীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
স্ত্রী হত্যার দায়ে কিশোরগঞ্জে কারারক্ষীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে কিশোরগঞ্জে কারারক্ষী খায়রুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ্ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের উপস্থিত ছিলেন। 

কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, কারারক্ষী খায়রুলের (২৫) সঙ্গে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিয়ে হয় রোমা আক্তারের (২২)। বিয়ের পর স্বামী খায়রুলের সঙ্গে কিশোরগঞ্জ জেলা কারাগারের কোয়ার্টারে বসবাস শুরু করেন তারা। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রোমাকে নানাভাবে নির্যাতন করেন খায়রুল। 

নির্যাতনের মুখে বিয়ের ছয় মাস পর রোমার পরিবার খায়রুলকে তিন লাখ টাকা দেয়। এরপর কিছুদিন রোমার ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ থাকলেও পুনরায় মোটরসাইকেল কেনার জন্য দুই লাখ ৮০ হাজার টাকা দাবি করে খায়রুল। কিন্তু এই টাকা দিতে অপারগতা জানান রোমা। 

এর জেরে ২০২০ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কারারক্ষী খায়রুল চড়াও হন স্ত্রী রোমার ওপর। মারপিটের একপর্যায়ে খায়রুল স্ত্রী রোমাকে বিষ জাতীয় কিছু খাওয়ালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

খবর পেয়ে ভোরে রোমার মা ছিনু বেগম কিশোরগঞ্জে গিয়ে মেয়েকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ২৯ ডিসেম্বর রোমার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে নারায়ণগঞ্জে রোমা আক্তারের মৃত্যু হয়। 

পরদিন ৩০ ডিসেম্বর রাতে নিহত রোমা আক্তারের মা ছিনু বেগম বাদী হয়ে কারারক্ষী খায়রুলকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (কমিউনিটি পুলিশিং অ্যান্ড ইন্টেলিজেন্স) জয়নাল আবেদীন ২০২১ সালের ৩১ জুলাই খায়রুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত