Ajker Patrika

রাজ ও তাঁর সহযোগীকে মাদক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ ও তাঁর সহযোগী সবুজ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

দুপুরে ঢাকার আদালতে হাজির করা হয় তাঁদের। বিকাল ৩টায় ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে মামলার শুনানি হয়। তবে আসামিদের কাঠগড়ায় হাজির করা হয়নি। তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এই দুজনকে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। 

মাদক মামলায় তিন দিন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন রিমান্ডে দেন আদালত। 

গত ৫ আগস্ট এই দুজনকে মাদক মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগের দিন সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরীমণিকে তাঁর বনানী বাসা থেকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। এরপর র্যাব অভিযান চালায় প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায়। তিনি চিত্রনায়িকা পরীমণির ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। 

বনানীর যে বাসা থেকে নজরুল রাজকে আটক করা হয় সেখান থেকে সাতটি গ্ল্যানলিভেট, দু’টি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্ল্যাটিনাম লেভেল, এক প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সিসার সরঞ্জাম, দুধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বিভিন্ন সামগ্রী, একটি সাউন্ড বক্স, দু’টি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। রাজের কাছ থেকে তিনটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। যাতে বিভিন্ন গোপন পার্টি ও ব্ল্যাকমেইলিংয়ের এর প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা। 

রাজ ও তাঁর সহযোগীকে মাদক মামলায় রিমান্ডে নেওয়ার পর বনানী থানায় পর্নোগ্রাফি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পর্নোগ্রাফি আইনের মামলায় তিন দিনের রিমান্ডে আছেন তাঁরা। শুধু মাদকদ্রব্য আইনের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। পর্নোগ্রাফি আইনের মামলায় তাঁদের সিআইডি কার্যালয়ে নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত