Ajker Patrika

অপহরণ করে আড়াই মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অপহরণ করে আড়াই মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. সমির মিয়ার (৪৮) বিরুদ্ধে মোবাইলে পরিচয়ের পর দেখা করতে গেলে কিশোরীকে অপহরণের পর আড়াই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ রোববার কুলিয়ারচর থানায় ওই কিশোরীকে বাদী করে একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত সমির মিয়া কুলিয়ারচর উপজেলার তাঁতারকান্দি গ্রামের মৃত মো. তারা মিয়ার ছেলে। 

ভুক্তভোগী কিশোরী সাংবাদিকদের অভিযোগ করে জানান, সমির মিয়ার সঙ্গে রং নম্বরে পরিচয় হয় তার। পরিচয়ের একপর্যায়ে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে দেখা করতে গিয়ে সে দেখে ওই লোকটি তার বাবার বয়সী। সে সময় ওই কিশোরী কথা না বলে চলে আসতে চাইলে তাকে রুমালে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে গাজীপুর সাইনবোর্ড এলাকার একটি বস্তিতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে তাকে আড়াই মাস আটকে রেখে নিয়মিত ধর্ষণ করা হতো। এ ঘটনায় সমির মিয়াকে তিনজন সহযোগিতা করেন। 

ভুক্তভোগীর মা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ বিকেল ৩টায় আমার মেয়ে যখন নিখোঁজ হয় তখন থানায় একটি সাধারণ ডায়েরি করি। মেয়েকে খোঁজার সামর্থ্য আমার ছিল না। ঈদের আগে সমির মিয়া একা বাড়ি ফিরলে বিষয়টি পুলিশে জানাই। পরে পুলিশ সমির মিয়াকে চাপ দিলে দুই-একদিন পরই মেয়ে ফিরে আসে। ঈদের পরদিন গত বুধবার মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা আমাকে খুলে বলে। তাকে আটকে রেখে মারধর ও নির্যাতনের অসংখ্য চিহ্ন এখনো শরীরে আছে। আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। তবে প্রভাবশালী মহলের প্ররোচনায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। 

ভুক্তভোগীর মা আরও বলেন, এ ঘটনায় আজ কুলিয়ারচর থানায় আমার মেয়েকে বাদী করে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর ২। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত