গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখা থেকে উধাও হওয়া কাতার প্রবাসীর ১৮ লাখ ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই কাতার প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, আজ বৃহস্পতিবার সকালে প্রবাসী মো. শাহজাহান মোল্লার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এসএমএস আসে। টাকা ফেরত পেয়ে তাঁরা খুশি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং যারা প্রবাসীর টাকা সরিয়ে নিয়েছিলেন বা এর সঙ্গে জড়িত তাঁদের বিচারের দাবিও করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার স্কাইল্যাব চৌধুরী বলেন, ‘বুধবার (২৪ আগস্ট) রাতেই টাকা তাঁর অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। টাকাগুলো আমরা ব্যাংক কর্তৃপক্ষ ম্যানেজ করে দিয়েছি।’ তবে কীভাবে গ্রাহকের অনুপস্থিতিতে টাকা স্থানান্তর হলো এ প্রশ্নের কোনো জবাব তিনি দিতে চাননি।
উল্লেখ্য, কাতার প্রবাসী শাহজাহান মোল্লা বিদেশ যাওয়ার আগে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় অবস্থিত উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় তিনি একটি হিসাবে খোলেন। বিদেশ থেকে ওই অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু তাঁর অগোচরে গত ১৪ আগস্ট দুই দফায় ১৮ লাখ টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হয়ে যায়। এ ঘটনায় ওই প্রবাসীর ভাই গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় লিখিত অভিযোগ করেন।
কাতার থেকে মোবাইল ফোনে মো. শাহজাহান মোল্লা সাংবাদিকদের জানান, তিনি কাতার আসার আগে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। তাঁর অ্যাকাউন্টে গত ১১ আগস্ট পর্যন্ত ২৫ লাখ ৫৯ হাজার ৫৮০ টাকা ১১ পয়সা ছিল। তিনি প্রবাসে থাকা অবস্থায় ১৪ আগস্ট দুই দফায় মোট ১৮ লাখ টাকা পৃথক দুটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
গাজীপুর মহানগরীর উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখা থেকে উধাও হওয়া কাতার প্রবাসীর ১৮ লাখ ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই কাতার প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, আজ বৃহস্পতিবার সকালে প্রবাসী মো. শাহজাহান মোল্লার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এসএমএস আসে। টাকা ফেরত পেয়ে তাঁরা খুশি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং যারা প্রবাসীর টাকা সরিয়ে নিয়েছিলেন বা এর সঙ্গে জড়িত তাঁদের বিচারের দাবিও করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার স্কাইল্যাব চৌধুরী বলেন, ‘বুধবার (২৪ আগস্ট) রাতেই টাকা তাঁর অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। টাকাগুলো আমরা ব্যাংক কর্তৃপক্ষ ম্যানেজ করে দিয়েছি।’ তবে কীভাবে গ্রাহকের অনুপস্থিতিতে টাকা স্থানান্তর হলো এ প্রশ্নের কোনো জবাব তিনি দিতে চাননি।
উল্লেখ্য, কাতার প্রবাসী শাহজাহান মোল্লা বিদেশ যাওয়ার আগে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় অবস্থিত উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় তিনি একটি হিসাবে খোলেন। বিদেশ থেকে ওই অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু তাঁর অগোচরে গত ১৪ আগস্ট দুই দফায় ১৮ লাখ টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হয়ে যায়। এ ঘটনায় ওই প্রবাসীর ভাই গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় লিখিত অভিযোগ করেন।
কাতার থেকে মোবাইল ফোনে মো. শাহজাহান মোল্লা সাংবাদিকদের জানান, তিনি কাতার আসার আগে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। তাঁর অ্যাকাউন্টে গত ১১ আগস্ট পর্যন্ত ২৫ লাখ ৫৯ হাজার ৫৮০ টাকা ১১ পয়সা ছিল। তিনি প্রবাসে থাকা অবস্থায় ১৪ আগস্ট দুই দফায় মোট ১৮ লাখ টাকা পৃথক দুটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৬ ঘণ্টা আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৯ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫