Ajker Patrika

পাকুন্দিয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরিফ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ঝাউগারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত বুধবার মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মো. উজ্জল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বাড়ির পেছনের একটি জমিতে ঘাস কাটতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় আরিফ ওই স্কুলছাত্রীকে পাশের একটি সবজি বাগানে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে স্কুলছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান আরিফ। পরে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। 

এ ঘটনায় গত বুধবার সকালে আরিফকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আরিফকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত