Ajker Patrika

রাজধানীতে কারণ ছাড়া বাইরে বের হয়ে গ্রেপ্তার ৩২০ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২১, ২১: ০৬
রাজধানীতে কারণ ছাড়া বাইরে বের হয়ে গ্রেপ্তার ৩২০ জন

‘যৌক্তিক কারণ’ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় চলমান কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ২০৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বাস্তায় বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৬৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। আজ কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। এ সময় মোট ২১৯টি মামলা দেওয়া হয়েছে। 

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, `করোনোভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে মাঠে আবস্থান করছি আমরা। এ সময় যাঁরাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে যাচাইবাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।'

কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) অকারণে বের হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন ৫৫০ জন। জরিমানা করা হয় ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা। 

এদিকে র‍্যাবের পক্ষ জানানো হয়েছে, দ্বিতীয় দিনে সারা দেশে ২১৩ জনকে জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানার পরিমাণ ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা। আজ সারা দেশে ১৬৬টি টহল ও ১৪৫টি চেকপোস্ট ছিল র‍্যাবের। 

সরকারি প্রজ্ঞাপন অনুসারে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ থেকে ৭ জুলাই সারা দেশে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরাকার। এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলও বন্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত