Ajker Patrika

স্কুলশিক্ষিকার মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
স্কুলশিক্ষিকার মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূরবী ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে পূরবী ইসলামের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ইন্দ্রনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেয়া আক্তারের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবি জানানো হয়। এ সময় সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রাজবাড়ী মহিলা পরিষদেও সাধারণ সম্পাদক রেখা দাস প্রমুখ। 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল স্কুল শিক্ষিকা পূরবী ইসলামের রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ তাঁর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত