Ajker Patrika

গোপীবাগে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১: ৫৩
গোপীবাগে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর গোপীবাগ এলাকায় প্রাইভেট কারের চাপায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপীবাগ জজ গলিতে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে ওই প্রাইভেট কারের চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করেন। 

ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেট কারের চালক হোসাইন অনু জানান, তিনি নিজের প্রাইভেট কার চালিয়ে বাসায় ফিরছিলেন। তাঁর বাসা জজ গলিতেই। বাসার গলিতে ঢোকার সময় ওই বৃদ্ধা প্রাইভেট কারচাপায় গুরুতর আহত হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গোপীবাগে প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়। ওই প্রাইভেট কারচালকই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাইভেট কারের চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ওয়ারি থানায় অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত