Ajker Patrika

ধর্ষণ মামলায় মামুনুল হকের তৃতীয়বারের মতো সাক্ষ্য গ্রহণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯: ৫১
ধর্ষণ মামলায় মামুনুল হকের তৃতীয়বারের মতো সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তৃতীয়বারের সাক্ষ্য গ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে। আজ মঙ্গলবার সকাল ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাঁকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। 

জানা যায়, দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই সাক্ষ্যকে কেন্দ্র করে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ ফটকে সবাইকে জিজ্ঞাসাবাদ ও চেক করে প্রবেশ করানো হয়। 

এর আগে গত ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় মামুনুলের বিরুদ্ধে সোনারগাঁ রয়েল রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ, রিসেপশন অফিসার নাজমুল ইসলাম অনিক ও আনসার গার্ড রতন বড়াল সাক্ষ্য দিয়েছিলেন। 

তার আগে গত ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। একই সঙ্গে ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মামুনুল হক এক নারীসহ অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও লোকজন এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে হেফাজতে ইসলামের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনার পর সোনারগাঁ থানায় ৭টি মামলা দায়ের করা হয়। এরপর ৩০ এপ্রিল তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত