সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক জখম রয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আবু বকরের পিঠে, পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আবু বকর সিদ্দিকী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। বর্তমানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমণ করে এবং ছুরিকাঘাতে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ সময় সড়কের অপর পাশ থেকে চিৎকার শুনে লোকজন দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছিনতাইকারীরা কিশোর বয়সের। তাদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৮ হবে।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তাঁর অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি, তাঁর শরীরে তিন-চারটি ছুরিকাঘাতের জখম রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তাঁর শারীরিক অবস্থার কথা বলা যাবে।’
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক জখম রয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আবু বকরের পিঠে, পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আবু বকর সিদ্দিকী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। বর্তমানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমণ করে এবং ছুরিকাঘাতে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ সময় সড়কের অপর পাশ থেকে চিৎকার শুনে লোকজন দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছিনতাইকারীরা কিশোর বয়সের। তাদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৮ হবে।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তাঁর অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি, তাঁর শরীরে তিন-চারটি ছুরিকাঘাতের জখম রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তাঁর শারীরিক অবস্থার কথা বলা যাবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৮ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১১ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫