নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতের মধ্যে আব্দুল বাতেন, রেজাউল হক, গিয়াস উদ্দিন, রমজান আলী, আউয়াল, মোসলেম উদ্দিন, মোস্তফা, ফারুক ও সোহরাব হোসেনের নাম জানা গেছে।
তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, মোসলেম, মোস্তফা ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলি জমির ১২ শতাংশ পৈতৃক ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়েছি। ওই জমি বাতেনগং জোর করে দখলে রেখেছে। গত শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফেরার পরেই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।’
অন্যদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠাৎ প্রতিপক্ষ রেজাউল ও তাঁর লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাঁরা আমাদের লোকজনকে মারপিট করেন।’
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতের মধ্যে আব্দুল বাতেন, রেজাউল হক, গিয়াস উদ্দিন, রমজান আলী, আউয়াল, মোসলেম উদ্দিন, মোস্তফা, ফারুক ও সোহরাব হোসেনের নাম জানা গেছে।
তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, মোসলেম, মোস্তফা ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলি জমির ১২ শতাংশ পৈতৃক ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়েছি। ওই জমি বাতেনগং জোর করে দখলে রেখেছে। গত শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফেরার পরেই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।’
অন্যদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠাৎ প্রতিপক্ষ রেজাউল ও তাঁর লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাঁরা আমাদের লোকজনকে মারপিট করেন।’
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫