Ajker Patrika

অভিজাত পাড়ায় বিদেশি মদের গুদাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিজাত পাড়ায় বিদেশি মদের গুদাম

রাজধানীর অভিজাত পাড়া গুলশানে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন ফয়সাল নামে এক যুবক। অভিযোগ আছে, গুলশান- বনানী এলাকার ভিআইপি ও বিদেশিদের কাছে এ মদ সরবরাহ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার গুলশানের ওই বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময়  উদ্ধার করা হয় ১৪৯ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার।

সরেজমিনে দেখা যায়, গুলশান ১ এর ১২৮ নম্বর রোডের ৫ নম্বর বাসাটির পঞ্চম তলার  ফ্ল্যাটটিকে মদের গুদাম হিসেবে ব্যবহার করা হয়েছে৷ তিন রুমের ফ্ল্যাটটিতে সেভাবে কোনো আসবাবপত্র দেখা যায়নি। অব্যবহৃত এই ফ্ল্যাটের একটি রুমের আলমারি থেকে এ মাদক উদ্ধার করেছে বলে দাবি করেন মাদকদ্রব্য অধিদপ্তর।

উদ্ধার অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপপরিচালক রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ফয়সাল কামাল রিয়েল স্টেটের মালিকের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত৷ গুলশানে একাধিক বাসা ভাড়া নিয়ে সেগুলোকে মদের গুদাম হিসেবে ব্যবহার করতেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুজন গাড়ি চালকের মাধ্যমে এই মদগুলো বিভিন্ন ক্লায়েন্টের বাসায় সরবরাহ করত। এ ঘটনায় ফয়সাল সহ তার দুই গাড়িচালক ইব্রাহিম ও আলমকে গ্রেপ্তার করা হয়েছে৷ মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত