নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের ঘটনায় গ্রেপ্তার এসি মেরামতের মিস্ত্রি বাপ্পীর দুই সহযোগী হৃদয় ও রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আজ বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসির মিস্ত্রি বাপ্পী এসি মেরামত করতে এসে তানিয়া আফরোজাকে খুন করেন। স্বর্ণালংকার, মোবাইল ও টাকা পয়সা নিয়ে যান। এই কাজে তাঁর সহযোগী ছিলেন হৃদয় ও রুবেল। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য বাপ্পীকে গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগ মতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের ঘটনায় গ্রেপ্তার এসি মেরামতের মিস্ত্রি বাপ্পীর দুই সহযোগী হৃদয় ও রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আজ বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসির মিস্ত্রি বাপ্পী এসি মেরামত করতে এসে তানিয়া আফরোজাকে খুন করেন। স্বর্ণালংকার, মোবাইল ও টাকা পয়সা নিয়ে যান। এই কাজে তাঁর সহযোগী ছিলেন হৃদয় ও রুবেল। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য বাপ্পীকে গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগ মতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে