সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
অ্যাসিড নয়, পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের সাবেক স্বামী নাঈম। আজ বুধবার সকালে তিনি আদালতে স্বীকারোক্তি দেন বলে জানিয়েছে সাটুরিয়া থানা-পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের গড়পাড়া থেকে গ্রেপ্তার করা হয় আসামি নাঈমকে।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ফেরাজীপাড়ার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ঘরের ভাঙা জানালা দিয়ে সাথী আক্তারের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন প্রাক্তন স্বামী নাঈম। গুরুতর আহতাবস্থায় দ্রুত সাথীকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাঈম পেট্রল ঢেলে আগুনে পোড়ানোর কথা জানান।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে বিয়ে হয় সাথীর। তবে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে অত্যাচার করতেন নাঈম। মেয়ের স্বামী নেশাগ্রস্ত হওয়ায় ছয় মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই নাঈম পুনরায় সংসার করার কথা জানাতে থাকে। শুধু তাই নয়, সাথী তার সঙ্গে পুনরায় সংসার না করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেন তিনি। এরই জের ধরে নাঈম গত শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে সাথীর মুখে অ্যাসিড ছুড়ে দেয় বলে অভিযোগ ভুক্তভোগী সাথীর পরিবারের।
সাথী আক্তারের মা জুলেখা বেগম বলেন, নাঈমের সঙ্গে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয় ছয় মাস আগে। এরপর থেকেই রাস্তাঘাটে মেয়েকে বিরক্ত করতে শুরু করে তার সঙ্গে সংসার না করলে মেরে ফেলার হুমকিও দেয় নাঈম। শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে সাথীর মুখে অ্যাসিড মেরে হাত-মুখ ঝলসে দেয় নাঈম। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সাথীর বড় ভাই সোহেল বলেন, বিবাহ-বিচ্ছেদের পর তিন মাস ধরে তাঁর বোন ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি নেয়। অফিসে যাওয়া আসার সময় রাস্তা-ঘাটে বিভিন্ন জায়গায় তাকে বিরক্ত করে পুনরায় তাকে বিয়ে করে সংসার করার জন্য চাপ দিতে থাকে নাঈম। তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার মধ্যরাতে নাঈম অ্যাসিড দিয়ে সাথীর হাত ও মুখ ঝলসে দেয় বলে অভিযোগ করেন তিনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘আসামি নাঈমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সে এখন জেল হাজতে রয়েছে। অ্যাসিড নয়, পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে সাথীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
অ্যাসিড নয়, পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের সাবেক স্বামী নাঈম। আজ বুধবার সকালে তিনি আদালতে স্বীকারোক্তি দেন বলে জানিয়েছে সাটুরিয়া থানা-পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের গড়পাড়া থেকে গ্রেপ্তার করা হয় আসামি নাঈমকে।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ফেরাজীপাড়ার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ঘরের ভাঙা জানালা দিয়ে সাথী আক্তারের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন প্রাক্তন স্বামী নাঈম। গুরুতর আহতাবস্থায় দ্রুত সাথীকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাঈম পেট্রল ঢেলে আগুনে পোড়ানোর কথা জানান।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে বিয়ে হয় সাথীর। তবে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে অত্যাচার করতেন নাঈম। মেয়ের স্বামী নেশাগ্রস্ত হওয়ায় ছয় মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই নাঈম পুনরায় সংসার করার কথা জানাতে থাকে। শুধু তাই নয়, সাথী তার সঙ্গে পুনরায় সংসার না করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেন তিনি। এরই জের ধরে নাঈম গত শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে সাথীর মুখে অ্যাসিড ছুড়ে দেয় বলে অভিযোগ ভুক্তভোগী সাথীর পরিবারের।
সাথী আক্তারের মা জুলেখা বেগম বলেন, নাঈমের সঙ্গে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয় ছয় মাস আগে। এরপর থেকেই রাস্তাঘাটে মেয়েকে বিরক্ত করতে শুরু করে তার সঙ্গে সংসার না করলে মেরে ফেলার হুমকিও দেয় নাঈম। শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে সাথীর মুখে অ্যাসিড মেরে হাত-মুখ ঝলসে দেয় নাঈম। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সাথীর বড় ভাই সোহেল বলেন, বিবাহ-বিচ্ছেদের পর তিন মাস ধরে তাঁর বোন ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি নেয়। অফিসে যাওয়া আসার সময় রাস্তা-ঘাটে বিভিন্ন জায়গায় তাকে বিরক্ত করে পুনরায় তাকে বিয়ে করে সংসার করার জন্য চাপ দিতে থাকে নাঈম। তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার মধ্যরাতে নাঈম অ্যাসিড দিয়ে সাথীর হাত ও মুখ ঝলসে দেয় বলে অভিযোগ করেন তিনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘আসামি নাঈমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সে এখন জেল হাজতে রয়েছে। অ্যাসিড নয়, পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে সাথীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫