Ajker Patrika

স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মাদারীপুর প্রতিনিধি
স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব-৮ এর সদস্যরা। আজ রোববার বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈর ছেলে গোপাল বাড়ৈ (৩০), একই গ্রামের খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ (২২), প্রতাপ বাড়ৈর ছেলে প্লাবন বাড়ৈ (২৫) ও মশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে বরুন বালা (২৩)। 

র‍্যাব কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গত ২৬ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পীড়ার বাড়ি মন্দির থেকে মামা বাড়ি যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে একটি দোতলা বাড়িতে নিয়ে যায় সংঘবদ্ধ বখাটেরা। প্রথম তারা ওই স্কুলছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। পরের দিন আবারও ওই স্কুলছাত্রীকে গোপাল বাড়ৈর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে নেশাজাতীয় বস্তু খাইয়ে নির্যাতন করে। সেখানে তিন দিন রেখে উচ্চ স্পিকারের গান বাজিয়ে তাকে শারীরিক নির্যাতন করে।

একপর্যায়ে ওই কিশোরী ঘরের জানালা ভেঙে পালিয়ে তার বাড়িতে চলে আসে। 

এ ঘটনায় গত ১ এপ্রিল কোটালিপাড়া থানায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করে। পরে র‍্যাবের সদস্যরা ৯ এপ্রিল ঢাকার শাহবাগ থেকে গোলাপ বাড়ৈকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে শিবচর থেকে বরুন বালা এবং কোটালীপাড়া একটি মাছের ঘের থেকে অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

র‍্যাব কমান্ডার আরও জানান, আটক হওয়া আসামিরা সবাই গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা। এর নিয়মিত মাদক সেবন করতেন। যে কারণে ওই স্কুলছাত্রীকে নির্মম নির্যাতন করেন। ভুক্তভোগী স্কুলছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত