Ajker Patrika

পলাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
পলাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের একটি দিঘীরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে স্থানীয় এক নারী পাতা কুড়াচ্ছিলেন। এ সময় তিনি দেখেন দিঘীরপাড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তি দৌড়ে রাস্তায় গিয়ে সেখানে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে দ্রুত চলে যান। এর কিছুক্ষণ পরই জানতে পারেন একটি পরিত্যক্ত হাঁসের খামারের উত্তর পাশের দিঘীরপাড়ে বাঁশঝাড়ের নিচে গলা ও পেট কাটা অবস্থায় যুবকের মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত ও হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত