Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজি করায় গ্রেপ্তার ৩

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজি করায় গ্রেপ্তার ৩

পরিবহনে চাঁদাবাজি করায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুরের চরগাসাই এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে মো. লুৎফর রহমান (৩০), একই জেলার চদ্রপুর চৌধুরীপাড়া এলাকার মৃত হাছান চৌধুরীর ছেলে রাজু চৌধুরী ওরফে নুর ইসলাম (৪০) ও একই জেলার রামগতির মৃত মোস্তাফিজুর  রহমানের ছেলে মিজানুর রহমান ওরফে দিদার (৫৫)।

র‍্যাব-১১ 'র মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় চলাচলরত বাসচালকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। একাধিক বাস চালক ও হেলপাররা চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের মারধরসহ প্রাণনাশের হুমকি এবং ওই রুটে গাড়ি চালাতে পারবে না বলেও হুমকি দেওয়া হতো। 

তালুকদার নাজমুছ সাকিব আরও বলেন, অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনসহ চাঁদাবাজির নগদ ২১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত