Ajker Patrika

র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে যবিপ্রবির জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে যবিপ্রবির জিডি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এসএম হাসান আলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে। গত সেপ্টেম্বরের ৩০ তারিখ রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩৮৩) করেছে যবিপ্রবি কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যক্তির নাম সুভাস চন্দ্র সরকার। পুলিশ পরিদর্শক মর্যাদার ওই কর্মকর্তা প্রেষণে র‍্যাব-১ এর গাজীপুর ট্রেনিং সেন্টারে কর্মরত।

জিডিতে হাসান আলী অভিযোগ করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঢাকা লিয়াজোঁ অফিস ও অতিথি হাউস হিসেবে রাজধানীর হুমায়ূন রোডের ৬ / ১৯ নম্বর ভবনের ছয় তলার ৬ /বি ও ৬ /সি নম্বরের দুটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর লিখিত চুক্তির মাধ্যমে ভাড়া নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশে ৩০ তারিখ ওই ভবনে অফিসের মালামাল নিয়ে আসেন হাসান আলী ও দুজন কর্মী। 

ওই দিন রাত সাড়ে নয়টার দিকে হাসান আলী ও সেই কর্মীদের মালামালসহ বাসা থেকে বের করে দেন একই ভবনের ৭ /সি নম্বর ফ্ল্যাটের মালিক র‍্যাব কর্মকর্তা সুভাস চন্দ্র। এমনকি ২০ মিনিটের মধ্যে বাসা না ছাড়া হলে পুলিশ দিয়ে গ্রেপ্তারেরও হুমকি দেন। পরে ৬ /সি ফ্ল্যাটের মালিক রওশন আলীর হস্তক্ষেপে মালামাল ওঠান হাসান আলী। এমনকি ঘটনার তিন দিন পর গত ৩ সেপ্টেম্বর ওই ফ্ল্যাট দুটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন সুভাস চন্দ্র। এ বিষয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন ওই সহকারী রেজিস্ট্রার।

জিডির বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে জিডি হয়েছে বিষয়টি তাঁর জানা নেই। জিডি হলেও নিয়ম অনুযায়ী তদন্ত করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় তলার তিনটি ফ্ল্যাটের মধ্যে দুজন মালিকের কাছ থেকে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। মালিকেরা হলেন ৬ /সি এর রওশন আলী ও ৬ /বি এর মো. শহিদুল কবির। আজকের পত্রিকার পক্ষ থেকে দুই ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের কাছে ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। ৬ / ১৯ নম্বর ভবনের কোনো মালিক সমিতি নেই। এ ভবনে আবাসিক কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা নেই। 

শহিদুল কবির বলেন, তিনি বিষয়টি ঠিক করেননি। তিনি (সুভাস) নানা সময়ে নিজের পরিচয় ব্যবহার করে হুমকি ধামকি দেন। আগামী শুক্রবার সকল মালিককে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সুভাস চন্দ্রকে বিশ্ববিদ্যায় কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বলব।

এ দিকে অন্যের ফ্ল্যাটের ভাড়াটিয়াকে হুমকি ও পুলিশ দিয়ে গ্রেপ্তারের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সুভাস চন্দ্রের সঙ্গে। দাবি করেন, জিডির বিষয়ে কিছু জানেন না। হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, তাদের ধরিয়ে দেব না কেন। তারা কে? আমাদের এখানে কমিটি আছে। তারা আগন্তুক। ভাড়ার বিষয়ে কমিটিকে কিছু জানানো হয়নি। আমি তাদের ফ্ল্যাট মালিককে আনতে বলি, সেটা করতে পারেনি। তখন আমি বলেছি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমি ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত