Ajker Patrika

সাজা খাটা শেষেও কারাগারে ১৫৭ বিদেশি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজা খাটা শেষেও কারাগারে ১৫৭ বিদেশি 

দেশের কারাগারগুলোয় বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষেও প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন ১৫৭ জন বিদেশি। এর মধ্যে ১৫০ জন ভারতের, ৫ জন মিয়ানমারের এবং পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন ২ জন। হাইকোর্টের নির্দেশের পর কারা অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। 

তিনি আজ রোববার সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী শুনানির জন্য নির্ধারিত তারিখে প্রতিবেদনটি হলফনামা করে আদালতে দাখিল করা হবে।’
 
এর আগে এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সাজা ভোগের পরও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চান হাইকোর্ট। 

গত ১৫ জানুয়ারি তালিকা চেয়ে নির্দেশ দেওয়া হয়। ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে এই সংক্রান্ত তালিকা দাখিল করতে বলা হয়। 

ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়ার সাজার মেয়াদ শেষেও কারামুক্তি না মেলায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত ১১ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত