Ajker Patrika

ভাবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দেবর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫: ২০
ভাবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দেবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে (৩০) ধর্ষণ করার অভিযোগে দেবর মো. তারেক রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাতে কোম্পানীগঞ্জর গাংচিল বাজার থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত তারেক রহমান উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকার আবুল হাসেমের ছেলে। তিনি ১০ মাস ধরে পলাতক ছিলেন। 

জানা গেছে, গত বছরের ২০ মে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/ ২০০৩)-এর ৯ (১) ধারায় ধর্ষণ করার অভিযোগে দেবরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন ভাবি। মামলা নম্বর ৩৪। পরে অভিযুক্ত তারেক রহমান ১০ মাস পলাতক ছিলেন। 

চলতি বছরের ২৩ মার্চ মামলাটি জেলা গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়। এরপরই জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত