Ajker Patrika

কাশিয়াইশ ইউপিতে খুনের ঘটনায় জসিমুল আনোয়ার খাঁনের জামিন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
কাশিয়াইশ ইউপিতে খুনের ঘটনায় জসিমুল আনোয়ার খাঁনের জামিন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউপি নির্বাচনে জের ধরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় মামলার আসামি জসিমুল আনোয়ার খাঁন জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন।

মামলার আসামির পক্ষের আইনজীবী অ্যাড. জিয়া উদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। আজ আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে পুলিশ তদন্ত না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।’ 

জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ইউনিয়নের বুধপুরা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল। এ সময় আরও তিনজন ছুরিকাঘাতে আহত হন। 

ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ / ১২ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এখনো পর্যন্ত পাঁচজন আটক রয়েছেন। 

মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো হয়েছে বলে উল্লেখ করে জসিমুল আনোয়ার খাঁন বলেন, ‘ঘটনার দিন আমি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় কমিউনিটি পুলিশিং মিটিংয়ে ছিলাম। যার প্রমাণ সহকারে আমি আদালতে দেখিয়েছি। আদালত সব ধরনের প্রক্রিয়া দেখে আমাকে এ মিথ্যা মামলা থেকে জামিন দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত