Ajker Patrika

ফেনীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ১৭: ০৩
ফেনীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীতে ৯ হাজার ৩৩০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী শহরের পাঠানবাড়ী এলাকায় পাঁচতলা বিল্ডিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাজেদুল আজাদ প্রকাশ দিদার (৪৫) ও ফাতেমা বেগম (৩৫)। আজাদ ফেনীর দাগনভূঞা থানার রামানন্দপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। আর ফাতেমা বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী এলাকার মৃত আবদুল জলিলের মেয়ে। 

র‍্যাব-৭ জানায়, কতিপয় মাদক কারবারি শহরের পাঠানবাড়ী (কদমতলা) এলাকায় বাদশা মিয়ার মসজিদসংলগ্ন একটি পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলার বাসায় একটি কক্ষের বিছানার নিচে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সেখান থেকে ৯ হাজার ৩৩০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে এনে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। 

র‍্যাব জানায়, আসামি সাজেদুল আজাদ প্রকাশ দিদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। যার মধ্যে জেলার দাগনভূঞায় থানায় সাতটি, ফেনী মডেল থানায় তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত