কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
‘সিহাব হুজুর বেয়াদবি কাজ করে, আমি অসুস্থ হয়ে পড়েছি; তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি।’ এভাবেই বলছে এগারো বছরের শিশুটি। সে চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
গতকাল রোববার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনকে এসব কথা বলে জাহেদুল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কথাগুলো সঠিক নয়, সিহাব হুজুর ছুটিতে আছেন।
স্থানীয়রা জানান, শিশুটি বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার উত্তর দিকে সড়কের পাশের একটি দোকানে বসে কাঁদছিল। লোকজন তার কাছে কারণ জানতে চাইলে জানায়, সে মায়ের কাছে যাবে কিন্তু টাকা নেই। পরে জানায়, সে বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছাত্র, সিহাব হুজুর বেয়াদবি কাজ করেছে, সে অসুস্থ হয়ে পড়লে ওষুধও খাওয়ায়, তাই পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়রা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়।
এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমার ছেলে হুজুরের অধীনে আছে। সিহাব হুজুর কী করছে সেটা আমি জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা কথা বলতেছে। দুই বছর ধরে ওই মাদ্রাসায় পড়ছে, কখনো পালিয়ে আসেনি। এবার বাড়ি আসার পর সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, আমি তাকে অনেক বুঝিয়ে মাদ্রাসায় রেখে এসেছি। এখন হুজুর বলছেন, ছেলেটি হুজুরের বিষয়ে বদনাম করায় ওই মাদ্রাসায় আর রাখবে না।’
জানতে চাইলে মাদ্রাসার পরিচালক মো. সাইফুল্লাহ্ মোবাইল ফোনে আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার নম্বর কে দিয়েছে সেটা বলেন।’ এরপর কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
আরও খবর পড়ুন:
‘সিহাব হুজুর বেয়াদবি কাজ করে, আমি অসুস্থ হয়ে পড়েছি; তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি।’ এভাবেই বলছে এগারো বছরের শিশুটি। সে চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
গতকাল রোববার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনকে এসব কথা বলে জাহেদুল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কথাগুলো সঠিক নয়, সিহাব হুজুর ছুটিতে আছেন।
স্থানীয়রা জানান, শিশুটি বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার উত্তর দিকে সড়কের পাশের একটি দোকানে বসে কাঁদছিল। লোকজন তার কাছে কারণ জানতে চাইলে জানায়, সে মায়ের কাছে যাবে কিন্তু টাকা নেই। পরে জানায়, সে বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছাত্র, সিহাব হুজুর বেয়াদবি কাজ করেছে, সে অসুস্থ হয়ে পড়লে ওষুধও খাওয়ায়, তাই পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়রা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়।
এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমার ছেলে হুজুরের অধীনে আছে। সিহাব হুজুর কী করছে সেটা আমি জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা কথা বলতেছে। দুই বছর ধরে ওই মাদ্রাসায় পড়ছে, কখনো পালিয়ে আসেনি। এবার বাড়ি আসার পর সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, আমি তাকে অনেক বুঝিয়ে মাদ্রাসায় রেখে এসেছি। এখন হুজুর বলছেন, ছেলেটি হুজুরের বিষয়ে বদনাম করায় ওই মাদ্রাসায় আর রাখবে না।’
জানতে চাইলে মাদ্রাসার পরিচালক মো. সাইফুল্লাহ্ মোবাইল ফোনে আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার নম্বর কে দিয়েছে সেটা বলেন।’ এরপর কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
আরও খবর পড়ুন:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫