Ajker Patrika

পুলিশের হাতে আটক চার জুয়াড়ি ‘হাতকড়াসহ’ পালিয়েছে 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১: ৩৯
Thumbnail image

বাজারে বসে জুয়া খেলার সময় চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে ‘হাতকড়াসহ’ ওই চার জুয়াড়ি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়া হাট-কলারহাট বাজার সড়কে এ ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আটক ব্যক্তিদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করলেও হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

ওসি বলেন, চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের নেতৃত্বে চারজনকে আটকের পর থানায় আনার সময় তারা পালিয়ে যায়। মাত্র একজন কনস্টেবল থাকায় এমন ঘটনা ঘটেছে। তবে হাতকড়া থানায় জমা দিয়েছেন এসআই নুর হোসেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটক ব্যক্তিদের নাম-ঠিকানা লিপিবদ্ধ না করায় তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি চরজব্বার থানার পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাটে মোবাইল অ্যাপে জুয়া খেলছিল চারজন। এ সময় তাদের আটক করেন চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন। পরে তাদের হাতকড়া পরিয়ে অটোরিকশায় করে মূল সড়ক দিয়ে না নিয়ে বিকল্প সড়কে থানায় নেওয়ার পথে চরহাসান ভূঁইয়ার হাট-কলারহাট বাজার সড়কে পৌঁছালে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায় তারা।

এসআই নুর হোসেনের কাছে ঘটনার বিষয়ে জানতে ফোন করলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত