নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের জোরারগঞ্জের মাদক ব্যবসায়ীরা পূর্বপরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে র্যাব সদস্যদের ওপর হামলা করেছে। এমনটাই দাবি করেছেন র্যাব–৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম ইউসুফ। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে র্যাব সদস্যদের কাছ থেকে লুট করা অস্ত্রটিও।
র্যাব-৭-এর অধিনায়ক এসএম ইউসুফ আজ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক ব্যবসায়ীরা ডাকাত বলে গুজব ছড়িয়েছিল। সেই গুজব থেকে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা হয়েছে। এই ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মাদক ব্যবসায়ীর পাশাপাশি, র্যাবের অস্ত্র লুট করা ব্যক্তিসহ বেশ কয়েকজন স্থানীয়ও রয়েছেন।’
র্যাব জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার জোরারগঞ্জ ও ফেনী ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), সাঈদুর রহমান সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩) ও ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)।
তাঁদের মধ্যে ফাহাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া র্যাব সদস্যদের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এসএম সাফায়েত হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে।
র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান আজ দুপুরে বলেন, ‘আমাদের অভিযান এখনো চলমান। আমরা এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।’
ঘটনার বর্ণনায় র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত বুধবার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্য পায় র্যাব। তথ্যমতে, র্যাবের অভিযানকারী দল ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এলাকাটিতে পৌঁছায়। এ সময় মাদক ব্যবসায়ীরা একত্রে র্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। ব্যারিকেড দিতে ব্যর্থ হয়ে জোরারগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে দুটি কাভার্ডভ্যান রাস্তায় রেখে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে দুষ্কৃতকারীরা র্যাবের ওপর পূর্ব পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায়।
জোরারগঞ্জ থানার ওসি নুরু হোসেন মামুন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। র্যাবের ওপর হামলার বিষয়টি র্যাবই বলতে পারবে। কারণ তাঁরা বিষয়টি তদন্ত করছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে র্যাবের সদস্যরা সাদা রঙের একটি প্রাইভেট কারের ভেতরে ছিলেন। হঠাৎ করে একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারের সামনে গেলে ভ্যানটি থেকে ওপরের দিকে গুলি ছোড়া হয়। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করেন ভ্যানের আরোহীরা। স্থানীয়রা তখন প্রাইভেট কারে হামলা চালায়। দূর থেকে অনেকে ইটপাটকেলও ছোড়ে। অল্প সময়ের মধ্যে অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।
চট্টগ্রামের জোরারগঞ্জের মাদক ব্যবসায়ীরা পূর্বপরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে র্যাব সদস্যদের ওপর হামলা করেছে। এমনটাই দাবি করেছেন র্যাব–৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম ইউসুফ। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে র্যাব সদস্যদের কাছ থেকে লুট করা অস্ত্রটিও।
র্যাব-৭-এর অধিনায়ক এসএম ইউসুফ আজ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক ব্যবসায়ীরা ডাকাত বলে গুজব ছড়িয়েছিল। সেই গুজব থেকে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা হয়েছে। এই ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মাদক ব্যবসায়ীর পাশাপাশি, র্যাবের অস্ত্র লুট করা ব্যক্তিসহ বেশ কয়েকজন স্থানীয়ও রয়েছেন।’
র্যাব জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার জোরারগঞ্জ ও ফেনী ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), সাঈদুর রহমান সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩) ও ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)।
তাঁদের মধ্যে ফাহাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া র্যাব সদস্যদের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এসএম সাফায়েত হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে।
র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান আজ দুপুরে বলেন, ‘আমাদের অভিযান এখনো চলমান। আমরা এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।’
ঘটনার বর্ণনায় র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত বুধবার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্য পায় র্যাব। তথ্যমতে, র্যাবের অভিযানকারী দল ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এলাকাটিতে পৌঁছায়। এ সময় মাদক ব্যবসায়ীরা একত্রে র্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। ব্যারিকেড দিতে ব্যর্থ হয়ে জোরারগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে দুটি কাভার্ডভ্যান রাস্তায় রেখে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে দুষ্কৃতকারীরা র্যাবের ওপর পূর্ব পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায়।
জোরারগঞ্জ থানার ওসি নুরু হোসেন মামুন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। র্যাবের ওপর হামলার বিষয়টি র্যাবই বলতে পারবে। কারণ তাঁরা বিষয়টি তদন্ত করছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে র্যাবের সদস্যরা সাদা রঙের একটি প্রাইভেট কারের ভেতরে ছিলেন। হঠাৎ করে একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারের সামনে গেলে ভ্যানটি থেকে ওপরের দিকে গুলি ছোড়া হয়। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করেন ভ্যানের আরোহীরা। স্থানীয়রা তখন প্রাইভেট কারে হামলা চালায়। দূর থেকে অনেকে ইটপাটকেলও ছোড়ে। অল্প সময়ের মধ্যে অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪