কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতনের পর ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালত মামলা করেছেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন।
আইনজীবী হুমায়ুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করেছে। আদালত তাদের আর্জিটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
অভিযুক্ত দুই শিক্ষক হলেন—উপজেলার চর লরেন্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিম।
প্রসঙ্গত, গত ১ জুন (বৃহস্পতিবার) সকালে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয়ের অফিসরুমে ডেকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের ভাতিজির সঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে মারধর করে জোরপূর্বক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) দেন ওই শিক্ষকেরা।
ভুক্তভোগীর স্বজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে বিদ্যালয় যায় সজল। পরে স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে প্রধান শিক্ষক দোলনের কাছে নিয়ে যান। এ সময় স্কুলে অনুপস্থিতির কথা জানতে চাইলে চুপ থাকে সজল।
একপর্যায়ে তাকে (সজল) বেধড়ক মারধর করেন সহকারী শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। এতে গালে, মাথায় ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয় সজল। পরে তাকে টিসি ধরিয়ে দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।
নির্যাতনের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বলেন, ‘ওই ছাত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করেছে।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়ারেন্টের কপি এখনো থানায় আসেনি, তবে মামলার বিষয়টা শুনেছি। আদেশ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতনের পর ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালত মামলা করেছেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন।
আইনজীবী হুমায়ুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করেছে। আদালত তাদের আর্জিটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
অভিযুক্ত দুই শিক্ষক হলেন—উপজেলার চর লরেন্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিম।
প্রসঙ্গত, গত ১ জুন (বৃহস্পতিবার) সকালে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয়ের অফিসরুমে ডেকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের ভাতিজির সঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে মারধর করে জোরপূর্বক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) দেন ওই শিক্ষকেরা।
ভুক্তভোগীর স্বজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে বিদ্যালয় যায় সজল। পরে স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে প্রধান শিক্ষক দোলনের কাছে নিয়ে যান। এ সময় স্কুলে অনুপস্থিতির কথা জানতে চাইলে চুপ থাকে সজল।
একপর্যায়ে তাকে (সজল) বেধড়ক মারধর করেন সহকারী শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। এতে গালে, মাথায় ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয় সজল। পরে তাকে টিসি ধরিয়ে দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।
নির্যাতনের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বলেন, ‘ওই ছাত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করেছে।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়ারেন্টের কপি এখনো থানায় আসেনি, তবে মামলার বিষয়টা শুনেছি। আদেশ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫