Ajker Patrika

সুবর্ণচরে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮: ৩৪
সুবর্ণচরে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর জেলা শহর মাইজদির বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক স্কুলশিক্ষক। গতকাল বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম ফারুকী জানান, ওই শিক্ষক প্রতিদিন জেলা শহরের বাসা থেকে স্কুলে যাতায়াত করেন। গতকাল বুধবার বিকেলে স্কুল ছুটির পর সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। সিএনজিতে থাকা অন্য তিনজন যাত্রী নিজের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে ঐ শিক্ষককে একটি কাগজ নিতে বলেন। তিনি কাগজ নিতে অস্বীকৃতি জানালে তাঁদের ম্যানিব্যাগ থেকে একটি কাগজ বের করে শিক্ষকের হাতে জোরপূর্বক ধরিয়ে দেন। একপর্যায়ে তিনি সড়কের গতিরোধকের কাছে নেমে পড়ে মাটিতে বসে পড়েন। পরে পথচারীরা উনাকে অজ্ঞান অবস্থায় পেয়ে উদ্ধার করে। 

তাৎক্ষণিক উনাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ধারণা করছেন, কাগজে ক্লোরোফর্ম দেওয়া ছিলো তাই তিনি অচেতন হয়ে যান। তবে তিনি চেতন অবস্থায় নেমে যাওয়ায় তাঁর কিছুই খোয়া যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত