Ajker Patrika

দুই মেয়ের বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেন মা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই মেয়ের বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেন মা

মায়ের চেষ্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই মেয়ে। বড় বোনের বয়স ১৭ এবং ছোট বোনের বয়স ১৪ বছর। তারা স্থানীয় একটি বিদ্যালয়ে যথাক্রমে নবম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। 

সম্প্রতি তাদের বাবা দুজনকেই বিয়ে দেওয়ার প্রস্তুতি নেন। সংবাদ পেয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম সশরীরে উপস্থিত হয়ে দুই বোনের বিয়ে ভেঙে দেন। সেই সঙ্গে তাদের মধ্যপ্রাচ্য প্রবাসী বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ৯নং গড়দুয়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নজির আহম্মদ সারাংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। 

দুই মেয়ের মা বলেন, ‘দুই মেয়ে পড়ালেখা চালিয়ে যাবে। ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিব না। কিন্তু বাবা মেয়েদের বিয়ে দিতে চান। বুধবার বিকেলে ইউএনওর হস্তক্ষেপে মেয়ের বাল্যবিবাহ বন্ধ করি।’ 

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারীর ইউএনও মো. শাহিদুল আলম বলেন, ‘উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অপ্রাপ্তবয়স্ক দুই আপন বোনকে তাদের বাবা বিয়ে দিচ্ছেন। খবরটি মেয়েদের মা আমাকে জানালে তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে এই বিয়ে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।’ 

বুধবার রাতে বাবা-মা দুজনকেই ইউএনওর কার্যালয়ে ডেকে এনে বাল্যবিবাহের আইন সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বাবা বিষয়টি বুঝতে পেরে মুচলেকা দেন। মুচলেকায় তিনি মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত