নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে।
চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন।
চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে।
চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৯ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫