নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে।
চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন।
চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে।
চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৬ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৭ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৪ দিন আগে