Ajker Patrika

রামগড়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪৭
রামগড়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

পারিবারিক কলহের জের ধরে খাগড়াছড়ির রামগড়ে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার গ্রেপ্তার ছেলে মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল শনিবার রাত ১০টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।  

এ ঘটনায় নিহত ওই মায়ের নাম রহিমা বেগম (৫৯)। তিনি চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত আবদুল জলিলের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. ইব্রাহিম তাঁদের বড় ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রহিমার সঙ্গে ছেলে ইব্রাহিমের প্রায়ই পারিবারিক কলহ হতো। গতকাল রাতে ছেলের বউকে নিয়ে রহিমার সঙ্গে আবারও কথা-কাটাকাটি হয় ইব্রাহিমের। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত করেন ইব্রাহিম। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনকে পুলিশকে খবর দিলে রাতেই নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

রহিমার মেজো ছেলে সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সময় বাড়িতে তাঁর মা ও বড় ভাই ছাড়া কেউ ছিলেন না। তিনি তাঁর মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম তাঁর মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। 

ওসি আরও জানান, এ ঘটনার পর পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত