সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিবারের যুবক তোফায়েল মিয়ার (২০) বিরুদ্ধে। গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা।
অভিযুক্ত তোফায়েল উপজেলার শাহজাদাপুর গ্রামের রতন মিয়ার ছেলে।
মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী হিসেবে তোফায়েল প্রায়ই শিশুটির ঘরে আসা-যাওয়া করত। গত ১ মে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তোফায়েল দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি তোফায়েলের মা-বাবাকে জানালে উল্টো মিথ্যা বলে উড়িয়ে দেন তাঁরা। শিশুর পরিবারকে গালমন্দ করে ধমকাতে থাকেন। থানায় মামলা করলে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দেন। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ক্রমেই অসুস্থ হতে থাকলে সর্দার আলী মিয়া ও মধু মিয়া শিশুর মাকে ১ হাজার ৩০০ টাকা দিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন এবং মামলা করতে নিষেধ করেন। পরে শিশুর মা গত ৯ মে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবশেষে গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
মামলার বাদী ভুক্তভোগী শিশুটির মা ও বৃদ্ধ বাবা বলেন, ‘এখন আমাদের সন্তানের কী হবে! আমরা ভূমিহীন। অন্যের জায়গায় থাকি। আমরা খুবই অসহায়! আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার মেয়ের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘শিশুর বাবা আমাকে বিষয়টা জানিয়েছেন। ধর্ষণের শিকার শিশুটি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে। শিশুটির অবস্থা বেশি ভালো না।’
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিশুটির মেডিকেল সম্পন্ন করেছি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপির (২য় আদালত ব্রাহ্মণবাড়িয়া) সামনে সশরীরে উপস্থিত হয়ে শিশুটি নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিবারের যুবক তোফায়েল মিয়ার (২০) বিরুদ্ধে। গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা।
অভিযুক্ত তোফায়েল উপজেলার শাহজাদাপুর গ্রামের রতন মিয়ার ছেলে।
মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী হিসেবে তোফায়েল প্রায়ই শিশুটির ঘরে আসা-যাওয়া করত। গত ১ মে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তোফায়েল দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি তোফায়েলের মা-বাবাকে জানালে উল্টো মিথ্যা বলে উড়িয়ে দেন তাঁরা। শিশুর পরিবারকে গালমন্দ করে ধমকাতে থাকেন। থানায় মামলা করলে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দেন। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ক্রমেই অসুস্থ হতে থাকলে সর্দার আলী মিয়া ও মধু মিয়া শিশুর মাকে ১ হাজার ৩০০ টাকা দিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন এবং মামলা করতে নিষেধ করেন। পরে শিশুর মা গত ৯ মে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবশেষে গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
মামলার বাদী ভুক্তভোগী শিশুটির মা ও বৃদ্ধ বাবা বলেন, ‘এখন আমাদের সন্তানের কী হবে! আমরা ভূমিহীন। অন্যের জায়গায় থাকি। আমরা খুবই অসহায়! আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার মেয়ের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘শিশুর বাবা আমাকে বিষয়টা জানিয়েছেন। ধর্ষণের শিকার শিশুটি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে। শিশুটির অবস্থা বেশি ভালো না।’
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিশুটির মেডিকেল সম্পন্ন করেছি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপির (২য় আদালত ব্রাহ্মণবাড়িয়া) সামনে সশরীরে উপস্থিত হয়ে শিশুটি নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫