Ajker Patrika

স্কুল ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার)
স্কুল ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে খাটের নিচে একটি স্কুলের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবাসহ সানজিদা বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে জালিয়াপাড়া ওই নারীর বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ওই নারী পৌরসভার ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ার আবুল কাশেমের মেয়ে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় ইয়াবার একটি বড় চালান লেনদেন করার জন্য ওই নারী তার বসত বাড়িতে ইয়াবা মজুত করে রেখেছে। এ এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সজিবের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে একটি স্কুল ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ সময় ইয়াবা রাখার দায়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত