Ajker Patrika

সিন্দুক ভেঙে ৮ লাখ টাকা লুট

প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় একটি বাড়িতে ঘরের জানালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ আট লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। সোমবার ভোররাতে উপজেলার টৈটং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি মিয়াজি ঘোনা গ্রামের ডা. আবদুল হামিদের ঘরে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মাওলানা মাহমুদুল হকের ছেলে।

আবদুল হামিদ বলেন, `পেশাগত কারণে আমি কক্সবাজার শহরে ছিলাম। আমার স্ত্রীও কয়েক দিন ধরে চট্টগ্রামে ছিল। আমাদের অনুপস্থিতির সুযোগে চোরের দল একটি জানালা কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়ির তিনটি আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। চোরের দল এর একটির ভেতরে থাকা সিন্দুক ভেঙে নগদ ৮ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও জমির কাগজসহ গুরুত্বপূর্ণ অন্যান্য কাগজ লুট করে নিয়ে গেছে।'

প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে দেখতে পাই, আবদুল হামিদ চাচার বাড়ির প্রধান দরজা খোলা। বাড়ির সামনে গিয়ে দেখি দক্ষিণ পাশের জানালা ভাঙা দেখে বাড়ির মালিককে অবহিত করি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, টৈটংয়ে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বাড়ির মালিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত