Ajker Patrika

কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫: ৫৫
কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার শ্রমিক রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন সরকারি সহকারী কৌশলী (এপিপি) মো. রফিকুল ইসলাম। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চম্পকনগর এলাকার মো. মোর্শেদ, মো. জুয়েল, মো. আলাউদ্দিন, মো. রিপন, মো. শিপন, শুভ হাসান ও মো. কাজল। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. বাদল মিয়া, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, আনোয়ার হেসেন ও মো. সোহেল মিয়া। তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহাগ, মো. শরিফ, মো. রনি ও ইসহাক মিয়াকে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামি জুয়েল মিয়া স্টিল কারখানার শ্রমিক রানা খানকে বিলে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাঁকে হত্যা করে চম্পক নগর উত্তরন হাউজিং এর দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ১ মে রানা খানের মরদেহ খুঁজে পেয়ে মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর খান। 

মামলার এপিপি মো. রফিকুল ইসলাম বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলায় ১৬ জন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবনসহ প্রত্যক আসামিকে ৩০ হাজার টাকা করে অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া খালাস দেওয়া হয় চারজনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত