Ajker Patrika

চাটখিলে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার, মাথায় জখমের চিহ্ন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ২৩
চাটখিলে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার, মাথায় জখমের চিহ্ন

নোয়াখালীর চাটখিলে ফিহা আক্তার নামের আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

ফিহা আক্তার (৮) জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল। 

নিহতের মামা মো. ফাহাদ বলেন, ফিহা রোববার দুপুরের দিকে তার বাবাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। বাবাকে খুঁজতে বের হওয়া হিয়া বেলা ২টার পর থেকে নিখোঁজ ছিল। এরপর তার বাবা বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন পুকুরপাড়ে রাত ৮টার দিকে প্রিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের মাথার এক পাশে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত