Ajker Patrika

গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিনিধি, কুমিল্লা
গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় কুমিল্লা সদর উপজেলার উত্তর দূর্গাপুরের শাসনগাছা এলাকায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্র নাবিল রহমান (১১) প্রবাসী আমজাদ হোসেন ছেলে। সে শাসনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে নাবিল তার মায়ের মোবাইল নিয়ে গেমস খেলছিল। তখন তার মা তার কাছ থেকে মোবাইল কেঁড়ে নিয়ে পড়তে বসতে বলে। পরে নাবিল ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পরে তার মা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ দেখে। তাকে ডাকাডাকি করে কোনো  সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তখন তাকে উদ্ধার করে নগরীর  একটি হাসপাতালে নেওয়া আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে স্থানীয় দূর্গাপুর ইউপি সদস্য আজাদুর রহমান বলেন, খবর পেয়ে আমি নাবিলের বাসায় যাই। খবর পেলাম মোবাইলে গেমস খেলতে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

এর আগে ২৩ আগস্ট সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছিল ১৬ বছরের আরেক কিশোর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত