Ajker Patrika

ফেনীতে ৪২ লাখ টাকা মূল্যের সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০: ৩০
ফেনীতে ৪২ লাখ টাকা মূল্যের সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ফেনীতে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাস জব্দ করা হয়। আজ বুধবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকার আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবা বড়িগুলো উদ্বারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামি সুপারভাইজার মো. বিলাস ফরিদপুর জেলার সালথা থানার আবুল মাতাব্বরের ছেলে ও হেলপার রিপন হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার তেজরোল এলাকার মুনতাজ আলীর ছেলে।

ফেনীতে ৮ হাজার ৪৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ফেনী র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায় তারা। একপর্যায়ে বাসের সুপারভাইজার মো. বিলাস ও হেলপার রিপন হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের প্যান্টের পকেট এবং একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪৩টি নীল রঙের পলিজিপার প্যাকেটে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়ি লুকানো অবস্থায় উদ্ধার হয়। 

সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আরও বলেন, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার ও হেলপার জানান পেশার আড়ালে তাঁরা কৌশলে দীর্ঘদিন পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার থেকে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিলেন। 

পরে গ্রেপ্তার আসামিসহ উদ্ধার মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত