Ajker Patrika

৪০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে লটারি বিক্রি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ মে ২০২১, ১৬: ৫১
৪০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে লটারি বিক্রি, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম: চান্দগাঁওতে ৪০ লাখ টাকা মূল্যমানের পুরস্কার ঘোষণা দিয়ে অনুমোদনহীন লটারি বিক্রি করার অভিযোগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন-সজীব মল্লিক (২৫), শাহ উল্লাহ আরমান (২০), মিনারুল হক সাইমন (৩১) ও ওমর ফারুক ভূঁইয়া (৪৫)।

ওসি বলেন, তাঁরা ৪০ লাখ টাকা পুরস্কারের লোভ দেখিয়ে লটারি বিক্রি করছিলেন। এভাবে প্রতিনিয়ত জনগণের টাকা হাতিয়ে নেওয়ায় কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা এ বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের কাছ থেকে লটারির টিকিটসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত