Ajker Patrika

৯৯৯–এ ফোন পেয়ে ৩ তরুণীকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৯৯৯–এ ফোন পেয়ে ৩ তরুণীকে উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বাসায় আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে শাহানাজ বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পাহাড়তলী বাঁচা মিয়া রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। এ সময় ওই বাসা থেকে তিন তরুণীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক শাহানাজ ভুজপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আলি আহাম্মদের মেয়ে।

পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম বলেন, প্রায় তিন বছর ধরে দেহ ব্যবসায় জড়িত শাহানাজ। কিছুদিন পরপর বাসা পরিবর্তন করে তিনি এ ব্যবসা করে আসছিলেন।

ওসি বলেন, মূলত শাহানাজের স্বামী জাহাঙ্গীর আলম চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী নারী সংগ্রহ করে আনেন। পরে ভয়ভীতি দেখিয়ে বাসায় আটকে রেখে তাঁদের দিয়ে দেহব্যবসা করান।

এ ঘটনায় মানবপাচার আইনে মামলায় শাহানাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত