Ajker Patrika

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম) 
Thumbnail image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ জাহেদুল ইসলাম খোকন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক পেট্রল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত খোকন কক্সবাজার রামুর খুনিয়া পালং এলাকার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সংলগ্ন আনোয়ারুল ইসলামের ছেলে। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহেদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত