Ajker Patrika

কুমিল্লায় মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবার ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবার ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) প্রদীপ কুমার দত্ত। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—আবু আহাম্মদ মিয়া (৩৮)। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার পালগিরি এলাকার আবু ইউসুফের ছেলে। 

আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান, আসামি ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম নশরতপুর এলাকায় ফুপাতো ভাইয়ের বাড়িতে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর মাধ্যমে আদালতে দোষী প্রমাণিত হয়। 

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রায় ঘোষণার পর আসামি আবু আহাম্মদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত