টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে এবার চার কৃষককে অপহরণ করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি খেত থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম। ১৫ দিন আগে উপজেলায় ছয়জনকে অপহরণ করা হয়।
জানা গেছে, খেতের ফসল দেখভাল করতে পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন ওই চার কৃষক। ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের অপহরণ করে।
অপহৃত ব্যক্তিদের স্বজনেরা জানান, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে চাষের জমি নষ্ট হচ্ছে। তাই রাতে কৃষকেরা খেতের ফসল পাহারা দিয়ে সকালে বাড়ি ফিরে যান। গতকাল শনিবার ওই চার কৃষক খেত পাহারা দিতে গিয়ে আর ফিরে আসেননি।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ অপহৃত চার দরিদ্র কৃষককে দ্রুত উদ্ধারের দাবি জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরার সময় অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান।
উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে গত ২৯ সেপ্টেম্বর পাঁচ কৃষককে অপহরণ করা হয়।
কক্সবাজারের টেকনাফে এবার চার কৃষককে অপহরণ করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি খেত থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম। ১৫ দিন আগে উপজেলায় ছয়জনকে অপহরণ করা হয়।
জানা গেছে, খেতের ফসল দেখভাল করতে পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন ওই চার কৃষক। ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের অপহরণ করে।
অপহৃত ব্যক্তিদের স্বজনেরা জানান, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে চাষের জমি নষ্ট হচ্ছে। তাই রাতে কৃষকেরা খেতের ফসল পাহারা দিয়ে সকালে বাড়ি ফিরে যান। গতকাল শনিবার ওই চার কৃষক খেত পাহারা দিতে গিয়ে আর ফিরে আসেননি।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ অপহৃত চার দরিদ্র কৃষককে দ্রুত উদ্ধারের দাবি জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরার সময় অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান।
উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে গত ২৯ সেপ্টেম্বর পাঁচ কৃষককে অপহরণ করা হয়।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫