Ajker Patrika

সোনাইমুড়ীতে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২২, ১৯: ০৪
Thumbnail image

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী এক শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত শিশুকে তাঁর বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। মৌখিকভাবে অভিযোগ পেয়ে ওই দিন রাতে উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের একটি বিলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অপহরণের শিকার মো. সামির ইসলাম ছিদ্দিক (৭) উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের হাজী মনোহর আলী চৌধুরী বাড়ির মো. মমিন উল্যার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৭ নম্বর বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের হামিদ উল্যাহ মু্ন্সি বাড়ির মো. নুর নবীর স্ত্রী বিউটি আক্তার (৩৮) ও তাঁর ছেলে ছেলে মো. হৃদয় (১৫)।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে গতকাল রোববার সন্ধ্যায় ৫০ টাকার লোভ দেখিয়ে তাঁর বাড়ির সামনে থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে তাঁদের বাড়ির পশ্চিম পাশের বিলের মধ্যে আটকে রাখে। মুক্তিপণ দেওয়ার জন্য দুটি বিকাশ নম্বর পাঠায় তাঁর মায়ের কাছে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করে।  

ওসি আরও জানায়, এ ঘটনায় অপহৃত শিশুর দাদা চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত