সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর জমাদার বাজারের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. রাকিব ও মো. আয়নাল মাল। এর আগে অর্জন হত্যার ঘটনায় গত ৩০ ডিসেম্বর সিসিটিভি ফুটেজের মাধ্যমে জাফর হাওলাদার নামের এক যুবককে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, থানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাফর হাওলাদরকে শনাক্ত করা হয়। ডাকাতি সংঘটিত হওয়ার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফরকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
ওসি আরও জানান, গত শুক্রবার গভীর রাতে র্যাব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে রাকিব ও আয়নালকে গ্রেপ্তার করে। এ সময় রাকিবের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁরা ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) ফেনীর সোনাগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন। গত ৩০ অক্টোবর দুপুরে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন তাঁর স্বর্ণের দোকানে ঢুকে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অর্জুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
অর্জুন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অর্জুনের ছেলে ১ নভেম্বর সোনাগাজী থানায় মামলা করেন।
ফেনীর সোনাগাজীর জমাদার বাজারের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. রাকিব ও মো. আয়নাল মাল। এর আগে অর্জন হত্যার ঘটনায় গত ৩০ ডিসেম্বর সিসিটিভি ফুটেজের মাধ্যমে জাফর হাওলাদার নামের এক যুবককে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, থানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাফর হাওলাদরকে শনাক্ত করা হয়। ডাকাতি সংঘটিত হওয়ার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফরকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
ওসি আরও জানান, গত শুক্রবার গভীর রাতে র্যাব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে রাকিব ও আয়নালকে গ্রেপ্তার করে। এ সময় রাকিবের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁরা ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) ফেনীর সোনাগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন। গত ৩০ অক্টোবর দুপুরে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন তাঁর স্বর্ণের দোকানে ঢুকে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অর্জুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
অর্জুন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অর্জুনের ছেলে ১ নভেম্বর সোনাগাজী থানায় মামলা করেন।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪