সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর হাংকার বিরিঞ্চী একাডেমি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল (৩০) ও চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা এলাকার মৃত নুরুচ্ছাপার ছেলে মো. পারভেজ (২৮)।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল রাতে মহাসড়কে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার পরিদর্শক আরও বলেন, একইদিন রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে পৌর সদরের দক্ষিণ বাইপাস সংলগ্ন মডার্ন হাসপাতালের সামনে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মাহমুদ। অভিযানকালে বাসস্ট্যান্ড থেকে হেঁটে আসা যুবক পারভেজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁকে দাঁড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁর কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করে।
পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ২ হাজার ৬৬৫ পিস ইয়াবার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর হাংকার বিরিঞ্চী একাডেমি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল (৩০) ও চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা এলাকার মৃত নুরুচ্ছাপার ছেলে মো. পারভেজ (২৮)।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল রাতে মহাসড়কে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার পরিদর্শক আরও বলেন, একইদিন রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে পৌর সদরের দক্ষিণ বাইপাস সংলগ্ন মডার্ন হাসপাতালের সামনে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মাহমুদ। অভিযানকালে বাসস্ট্যান্ড থেকে হেঁটে আসা যুবক পারভেজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁকে দাঁড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁর কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করে।
পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ২ হাজার ৬৬৫ পিস ইয়াবার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪